ছাগলনাইয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ কেজি গাঁজা ও বাড়ির ছাদে থাকা টব হতে ৩২ সেন্টিমিটার লম্বা গাঁজা গাছসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা। দৈনিক ফেনীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।