ছাগলনাইয়া সরকারি কলেজে অনার্স কোর্স চালুর দাবি জানান - ছাত্রদল সভাপতি (ছাগলনাইয়া সরকারি কলেজ)তানজিলুল হক মিয়াজী

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ফেনীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া সরকারি কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি জ্ঞানচর্চা, শিক্ষা বিস্তার এবং আলোকিত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত পাঠদান চালু রয়েছে। তবে যুগের চাহিদা ও সময়ের দাবি অনুযায়ী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিধি বাড়াতে অনার্স কোর্স চালু করা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।
গত কয়েক বছর ধরে কলেজটিতে অনার্স চালুর জন্য চেষ্টা-তদবির চললেও কোনো কারণে তা বাস্তবায়িত হয়নি। অথচ এই উদ্দেশ্যে নতুন ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক ভবনও নির্মিত হয়েছে। বিশেষ করে বাংলা এবং হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চালুর কথা থাকলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে স্থানীয় শিক্ষার্থীরা বাধ্য হয়ে দূরবর্তী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে, যা অনেক সময় আর্থিক ও পারিবারিক কারণে সম্ভব হয়ে ওঠে না। এতে মেধাবী ও সম্ভাবনাময় অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে ছাগলনাইয়া সরকারি কলেজে অনার্স চালু হলে শুধু এই কলেজের শিক্ষার্থীরাই নয়, বরং পুরো উপজেলার মানুষ উপকৃত হবে। অনার্স কোর্স চালুর মাধ্যমে এ অঞ্চলের উচ্চশিক্ষার পরিধি বাড়বে, শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হবে, একইসঙ্গে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এ কারণে অনার্স চালু করা শুধু কলেজের শিক্ষার্থীদের দাবি নয়, বরং ছাগলনাইয়া উপজেলার প্রতিটি মানুষের প্রাণের দাবি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দ্রুততম সময়ে ছাগলনাইয়া সরকারি কলেজে অনার্স কোর্স চালু হলে এই এলাকার শিক্ষা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।