সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপজেলার সব দুর্গাপূজা মণ্ডপের পূর্ণাঙ্গ তালিকা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।


গত বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খাঁন এর হাতে এই তালিকা হস্তান্তর করা হয়।

তালিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল রায়।
এছাড়াও পিযুষ সরকার, দিলীপ চৌধুরী, লিটন ঘোষ, নিটু ঘোষ, ময়না দাস, মিশন চন্দ, সৌরভ দাশ, নারায়ণ রায়সহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

তালিকা গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন “ছাতক উপজেলায় দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব হিসেবে পালিত হয়। এখানে শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবো।”

অন্যদিকে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খাঁন জানান “দুর্গাপূজা চলাকালে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার করা হবে এবং কোন প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।”

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল রায় বলেন,“প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা বিশ্বাস করি, তাদের সক্রিয় ভূমিকার কারণে এবারের দুর্গাপূজা ছাতকে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।”

ছাতক পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী বলেন—
“প্রতিবছরই ছাতকে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে দুর্গাপূজা পালন করেন। এবারও আমরা আশা করছি, ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

প্রতিবছরের মতো এবারও উপজেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা, বিদ্যুৎ, আলো ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। তালিকায় উল্লেখিত প্রতিটি পূজা মণ্ডপে আলাদা আলাদা কমিটি কাজ করছে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

ছাতক উপজেলার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা এবং পূজা উদযাপন কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন পূজা উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়—এমন প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।