সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ কাহার এবং পরিচালনা করেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জহিরুল ইসলাম জহির।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য নিউটন মিয়া, জুবেদ আলী জুবেদ, আনোয়ার ও মনির উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসনাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাউয়াবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল গনি, এবং উপজেলা জাপা নেতা রিপন, শামিম, মকতুছুর রহমান, মইন উদ্দিন, ইসমাইল হুসেন, মো: মখছুদ মিয়া, মনির মিয়া, আশিক উদ্দিন, আবুল হুসেন, শানুর মিয়া, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন—একটি রাজনৈতিক চক্র ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানানো হয়।