সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের লাল মসজিদের সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ বদরুজ্জামান বদরুল (৪২)-কে আটক করা হয়। তার হেফাজত থেকে Mc Dowells No-1 LUXURY (375 ml) ১৫ বোতল, Ice VODKA (375 ml) ১২ বোতল এবং Officer’s Choice (180 ml) ২৩ বোতলসহ মোট ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫২ হাজার টাকা।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ১৯৭৪ সালের The Special Powers Act, 25B(1)(b) ধারায় ছাতক থানায় একটি মামলা (মামলা নম্বর-০৯, তারিখ-১৯/০৯/২০২৫ ইং) দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় ভারতীয় মদ পাচারের ঘটনা ঘটছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এ ধরনের অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মাদক চোরাচালান পুরোপুরি নির্মূল করতে স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।