কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দেওয়া আশ্বাসের উপর নির্ভর করে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর মহানগর ছাত্রলীগ কাউন্সিল করার স্বপ্ন দেখছেন।একাধিক কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করা হলে, তারা জানিয়েছেন,খুবই দ্রুততম সময়ের মধ্যেই রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

এই ঘোষণার পর যতই দিন ঘনিয়ে আসছে ততোই নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।তেমনি আবার শীর্ষ পদ পেতে নেতাকর্মীদের লড়াই বেড়ে যাচ্ছে।ঘুরেফিরে বেশ কিছু নেতার নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সামনে আসছে। এইসব নেতৃবৃন্দের সম্বন্ধে চলছে চুলচেরা বিশ্লেষণ ও বিভিন্ন ধরনের অনুসন্ধান।এক অনুসন্ধানে জানা গেছে,মহানগর ছাত্রলীগের সম্ভাব্য সাধারন সম্পাদক পদপ্রার্থী মাজেদুর রহমান প্রিন্স ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।এরপর মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি'র গণ্ডি পেরিয়ে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

তারপর রংপুর সরকারি কলেজ থেকে বিএসএস ডিগ্রি সম্পূর্ণ করে বর্তমানে কারমাইকেল কলেজে ইসলামের ইতিহাসে মাস্টার্স করছেন।মাজেদুর রহমান প্রিন্স ভাই বোনদের মধ্যে সবার ছোট।অপর আরেকটি অনুসন্ধানে জানা গেছে,তার আপন বড় ভাই মেজবাউর রহমান বাপ্পি,গত ১০/০১/২০২২ ইং তারিখে রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুজন ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমের স্বাক্ষরিত কারমাইকেল কলেজ ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে, কয়েকজন ছাত্রলীগ কর্মী এই প্রতিবেদককে বলেন, বড়ভাই পদধারী ছাত্রদল করেন।আর ছোটভাই মহানগর ছাত্রলীগের ভাইটাল পদ চাইছেন। আর সে যদি কোনক্রমেই এই পদ পেয়ে যান,তাহলে ছাত্রলীগের জন্য সেটা হবে বুমেরাং। সুতরাং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, ছাত্রলীগ,আওয়ামী লীগকে বাঁচানোর স্বার্থে যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে দিয়ে কমিটি করা হউক।