বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ছোট্ট স্বপ্ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দ্বিতীয় স্কুল উদ্বোধন করা হয়। স্কুলটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস সংলগ্ন কমলাপুর গ্রামে স্থাপিত হয়েছে।

প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা সুলতানা মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিদ জাকি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মো. ফরহাদ হোসেন, সভাপতি, ছোট্ট স্বপ্ন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে ছোট্ট স্বপ্ন স্কুলের সকল শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং অভিভাবকদের আশ্বস্ত করা হয় যে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছোট্ট স্বপ্ন সবসময় পাশে থাকবে।

ছোট্ট স্বপ্ন বরাবরই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এই উদ্যোগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার শিশুদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।