বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, “শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের সঠিক সংস্কার  উন্নয়ন নিশ্চিত করতে পারে।” তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল বলে অভিহিত করে বলেন, “ অবস্থা কারোই কাম্য নয়।

রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, “বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে ডাকাতিহত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। এর পেছনে সরকারের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাই দায়ী। ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করে আসছে। দিনের ভোট রাতে সম্পন্ন করার মাধ্যমে তারা জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্য করেছে।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা জরুরি। এর জন্য দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিমবাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্ময়ক এমএ সালামবিএনপি নেতা শেখ ফরিদুল ইসলামওহিদুজ্জামান দিপুশিপন কাজী প্রমুখ।

বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি একটি গণতান্ত্রিক নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের ওপর জোর দেন।

জনসভায় হাজারো বিএনপি নেতাকর্মী  সমর্থক উপস্থিত ছিলেনযারা সমস্বরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য আওয়াজ তোলেন।