জনদূর্ভোগ চরমে নেতা আসে নেতা যায় কিন্তু কেউ কথা রাখেনা মতলব দঃ উপজেলাধীন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কালিয়াইশ সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে আলীয়ারা বাজার পযর্ন্ত রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ায় হাজারো মানুষ এর চলাচল করা ব্যহত হচ্ছে এ রাস্তাটি দিয়ে দিনে হাজার হাজার মানুষের চলাচল কিন্তু রাস্তাটি কোন অদৃশ্য কারণে কোন নেতার দৃষ্টিগোচর হয়না। রাস্তা টি দিয়ে চাঁদপুর জেলার দুটি উপজেলার যোগাযোগ মাধ্যম। আগে রাস্তা টি ইটের সলিং হওয়ায় রিক্সা,অটো এবং সিএনজি চলাচল করলেও বর্তমানে রাস্তার ইটগুলো ভেঙে যাওয়ায় এবং বহুস্থানে বড় বড় গর্ত হওয়ায় এসব বাহন গুলো চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি হাজারো মানুষ চরমভাবে যাতায়াত দূর্ভোগে পড়েছে। এই রাস্তা টি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসাগামী ছাত্রছাত্রী স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া আশা কষ্ট হয়ে পরেছে এবং রাস্তার পাশেই একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেখানে গ্রাম পর্যায়ের অগুনিত সাধারণ মানুষ যাওয়া আশা করে। এ বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে বলেন এটি এলজিইডি এর রাস্তা তার কিছু করার নেই তাহলে কি অদৃশ্য কারণে রাস্তা টি আর কোন দিন সংষ্কার ও পাকা কারণের মুখ দেখবেনা?