জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গলাচিপায় বিভিন্ন নদীতে অভিযান চালাচ্ছে উপজেলা  মৎস্য বিভাগ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী বলেন, এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সমন্বয়ে নদীতে অভিযান চলছে। নিষেধাজ্ঞার ২২দিন এমন অভিযান অব্যাহত থাকবে। এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর মধ্য রাত থেকে নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। দেশের সকল নদ- নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। এই উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ২০,৮০০ জন।এই অবরোধের মধ্যে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি অনুদান পৌঁছে দেয়া হবে।