জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, পানির সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ প্রমুখ। পরে যুবক ও যুবতীদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।