জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে এমন সংবাদ প্রকাশ করে একটি প্রিন্ট পত্রিকায়' এর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। 


শুক্রবার  বেলা ১২ টায়  উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় নদীর পাড়ে রাস্তার উপর  এ মানববন্ধন করে তারা। 

 মাদারগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে এ শিরোনামে গত ২৯ জুলাই/২৫ স্থানীয় দৈনিক জামালপুর কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশ করে।

মিজানুর বলেন  এরকম কোন ঘটনা ঘটেনি।  পত্রিকায় আমার নামসহ দেওয়া হয়েছে। যারা মিথ্যা চক্রান্ত করেছে তাদের শাস্তি চাই। 

  গত ২১ জুলাই রাতে রেজাউল এর মা ফাতেমা (৫০) কে অপরহণ করে এবং আধা ভরি স্বর্ণলঙ্কার লুট করে স্থানীয় মেম্বার আব্দুল্লাহ ও রফিকুল তারা মুক্তিপণ দাবি করে। 

এ ঘটনা সম্পুন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে মানববন্ধনে প্রতিবাদ জানিয়েছে এবং এ চক্রান্তকারীদের আইনগতভাবে শাস্তির দাবী জানিয়েছেন অপপ্রচারের শিকার ভুক্তভোগী আব্দুল্লাহ মেম্বার ও  কৃষক রফিকুল । 
এ ব্যাপারে অভিযোগকারী রেজাউল  মানববন্ধনে বলেন আব্দুল্লাহ মেম্বার ও রফিকুলের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার লুট ও মুক্তিপণের বিষয়টি সম্পন্ন মিথ্যা এবং আমাকে দিয়ে একটি পক্ষ জোর করে  মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে মুলত এ বিষয়ে আমি কিছু জানি না।  আমাকে চাঁপ সৃষ্টি করে তারা এটা করছে।