সিরাজগঞ্জে জুতার ভেতরে অভিনব কায়দায় ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুন পাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত (১৬ ডিসেম্বর) গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকারীরা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।