জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৪

ঢাকা জেলা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা কলেজস্থ সকল জেলা ছাত্র কল্যাণ সংগঠনগুলোকে নিয়ে আত্মিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়জন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৪। ঝালকাঠি জেলা ধানসিঁড়ি একাদশ ও গোপালগঞ্জ জেলা মধুমতি একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আজকের খেলা শুরু হয়।সংবাদের গুরুত্বপূর্ণ লাইন: অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি –মাহ্ফুজুর রহমান খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি – রেজাউল করিম সিকদার। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক – মামুনুর রহমান সহ নেতৃবৃন্দ।তারা মর্নিং পোস্টকে বলেন যে, আমরা জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি, জুলাই বিপ্লবে সকল শহীদ ও গণঅভ্যুত্থানকে সবার অস্তিত্বে ধারণ ও ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক।