জুলাই পুনর্জাগরণে বৈষম্যহীন সমাজ গঠন’ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, খানসামা সাব-জোনাল অফিসের এজিএম এ.এস.এম রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিজার রহমান, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি এইচ এম মোরসালিন এবং সেক্রেটারি আবু সুফিয়ান বাবু৷ 
অনুষ্ঠানে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে। পরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সমাজে বৈষম্য দূর করে একটি মানবিক, সমতাভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।