উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে জেলার বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে মানববন্ধন শেষে শিক্ষকরা র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তারা।এসময় উপস্থিত ছিলেন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, শিক্ষক আমিরুল ইসলাম, বজলুর রশিদ, আলী আজম, আজিজুল হাকিম, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন, বালা সুলতানা, নুরুন নাহার জেসমিনসহ অন্যরা।
শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের নিকটে জমা দেন।