শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজার থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের বাসিন্দা রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২)।

জয়পুরহাটের আক্কেলপুর অবৈধভাবে মজুদ করা ১৫৫ মণ (৬ হাজার ২০০ কেজি) সরকারি চাল উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এঘটনায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ ৯জনের নামে সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে র‌্যাব  ক্যাম্প থেকে পাঠানো এস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজার থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের বাসিন্দা রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২)।

ঘটনার সাথে জড়িত রয়েছে জেলার তিলকপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মাহামুদ সজল (৫০), ইউপি সচিব সাজেদুল ইসলাম (৪৪), ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু (৫২) ও বাদশা আলম (৫৫)সহ অন্যরা।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন তিলকপুর বাজারের ব্যবসায়ী রিতুল ও সাজেদুর। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে ফিডের বস্তায় রাখতেন।

পরে সেসব চাল অধিক লাভের আশায় বাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা জব্দ করা হয়েছে। এসব বস্তায় ১৫৫ মণ চাল ছিল।জয়পুরহাটের র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক বলেন, উদ্ধারকৃ চালসহ দুইজন আসামিকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।