ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি প্রয়াত কাজি খলিলুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি তালুকদার আল আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাৎ হোসেন এবং জামায়াতের ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল ইসলাম।

এ ছাড়া স্মরণ সভায় বক্তব্য দেন অ্যাড. আমীর হাফিজুর রহমান, পৌর প্রশাসক কাওসার হোসেন, দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, কাজি শফিক, কামাল মল্লিক, আনোয়ার হোসেন আনু, আসম মাহমুদুর রহমান পারভেজ, জহিরুল ইসলামসহ আরও অনেকে।

সভায় বক্তারা প্রয়াত কাজি খলিলুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।