পিরোজপুরের ভান্ডারিয়াতে ‎আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর অনুমান ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ঘটে যায় একটি মর্মা/ন্তিক সড়ক দু/র্ঘ/টনা।
‎ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে প্রধান সড়কের অপর পাশে যাত্রীসঙ্গে কথা বলছিলেন মোঃ মানিক হাওলাদার (৪২), পিতা- মোঃ দেলোয়ার হাওলাদার, গ্রাম- লক্ষিপুরা, থা/না- ভান্ডারিয়া। হঠাৎ পিছন দিক থেকে আসা একটি বেপ/রোয়া ট্রাক (ঢাকা মেট্রো- উ ১১-৪৭৪৯) অটোরিকশাটিকে স/জোরে ধা/ক্কা দিলে নিয়ন্ত্রণ হা/রিয়ে সেটি সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজো'রে আ/ঘাত করে।
‎দুর্ঘ/ট/নার তী/ব্রতায় অটোচালক মানিক হাওলাদার শরীরের একাধিক স্থানে গুরুতর আ/ঘাত/প্রাপ্ত হন। তাৎ/ক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উ/দ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকি/ৎসার জন্য।
‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ঘটনার পর পালানোর চেষ্টা করলেও কলেজ মোড়ে গিয়ে জনতার হাতে আ/টক হয়। ক্ষু/ব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আ/টকে রেখে পুলি/শে খবর দেন।
‎দুর্ঘট/নার খবর পেয়ে পু/লিশ ঘটনাস্থল পরি/দর্শন করেছে এবং আই/নগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে বলে জানা গেছে।
‎স্থানীয়দের অভি/যোগ, ভান্ডারিয়া সড়কে দিনদিন বেপ/রোয়া গতির যানবাহন চলাচল বেড়ে যাচ্ছে, যা প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘ/টনা। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দা/বি জানান প্রশা/সনের প্রতি।