নিখোঁজ শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মানিকের ছেলে। অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের ছেলে শামীম তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও শামীম খালে গোসল করতে নামেন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বজনরা জানান, শামীম সাতার জানতেন। তবে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ফলে পানিতে নেমেই অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় এবং একই এলাকার বাদল হাওলাদার (বীমা বাদল) বলেন ছেলেটি অত্যন্ত ভালো ভদ্র ছিল বাজে কোন আড্ডা তার মধ্যে ছিল না যার কারনে আমরা সবাই শোকাহত ও বলতে গেলে এলাকায় এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে।