বি.এন.পি সমর্থকরা দুপুর আনুমানিক ২ টা দিকে হিরনের বাসায় হামলা করে । হঠাৎ করে গুলির শব্দ পাওয়া যায় । বি.এন.পি জনতা মিছিল দেখে হিরন চেয়ারম্যান এবং তার বডিগার্ড মিছিলের দিকে গুলি করে । এই গুলিবর্ষণ হয় অনেক সময় ধরে । এসময় বি.এন.পি কয়েকজন কর্মকর্তা আহত হয় ।

ঝিনাইদহ সদর উপজেলায়  গত ৫ আগস্ট ৯ নং ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে হত্যা করা হয় । এই হত্যা করে বি.এন.পি সমর্থকরা ।

বি.এন.পি সমর্থকরা দুপুর আনুমানিক ২ টা দিকে হিরনের বাসায় হামলা করে । হঠাৎ করে গুলির শব্দ পাওয়া যায় ।  বি.এন.পি জনতা মিছিল দেখে হিরন চেয়ারম্যান এবং তার বডিগার্ড মিছিলের দিকে গুলি করে । এই গুলিবর্ষণ হয় অনেক সময় ধরে । এসময় বি.এন.পি কয়েকজন কর্মকর্তা আহত হয় ।

পরে বি.এন.পি কর্মকর্তারা হিরন এবং তার বডিগার্ডকে কুপিয়ে হত্যা করে । এমনকি হিরন চেয়ারম্যান এর বাসায় ভাঙা হয় । সন্ধ্যা সময় হিরনের লাশ পায়রা চত্ত্বরে ঝুলিয়ে রাখা হয় । এই লাশ ঝুলিয়ে রেখে বি.এন.পি বিজয় মিছিল করে । পরে লাশগুলো মর্গে পাঠানো হয় ॥