টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমানের হত্যার বিচার এর দাবিতে এবং প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।


শুক্রবার (১১ জুলাই) সকাল ১০ টায় ফ্লাইওভার এলাকার টঙ্গী কলেজগেট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে মিছিল শুরু করে টঙ্গী পূর্ব থানার সামনে গিয়ে অবস্থান নেয়।

পরে তারা থানার ভিতরে প্রবেশ করে কর্মরত পুলিশ সদস্যদের সাথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তিতর্কে লিপ্ত হয়। ছিনতাই ও অনিরাপত্তা পরিস্থিতির বিষয়ে পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ফ্লাইওভার এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হয় যে, ফ্লাইওভার এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হবে এবং নিয়মিত টহল বাড়ানো হবে। পুলিশের এ আশ্বাসে আন্দোলনকারীরা শান্ত হন এবং কর্মসূচি স্থগিত করেন।

এলাকাবাসী জানান, টঙ্গীর বিআরটি ফ্লাইওভারে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। শুধু রাতের বেলায় নয়, দিনে দুপুরেও ফ্লাইওভারটিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। পুরোপুরি কাজ শেষ না করেই খুলে দেয়া অরক্ষিত ফ্লাইওভারটির অধিকাংশ স্থানে নেই সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে পথচারী কিংবা বাস যাত্রীরা ফ্লাইওভারে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ইতোপূর্বে ফ্লাইওভারটিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক ব্যক্তি নিহত ও আহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।