ঠাকরগাঁওয়ের হরিপর উপজেলার যাদুরানী বাজার নামক স্থানে সকাল ১০টার সময় আব্দুল মালেকের পতোনডোবা গ্রামের মটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর ধরাপড়ে। মোঃ রুবেল (৩৫) পিতা ফজলুর রহমান গ্রাম গৌগর পাটুয়াপাড়া পীরগঞ্জ, পিতা পুত্র উভয়ের নামে রানিসংকৈল ও, পীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সকালে যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তার হাত দুটি রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে ফেলা হয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সংশিলিষ্ঠ থানায় যোগাযোগ করলে প্রতিবেদকে জানান যে, লাস ময়না তদন্তের জন্য মরগে পাঠায়, মামলার প্রকৃয়া চলমান।