ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে শিবদিঘি জুলায় চত্বর হয়ে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফিউল মাজলুবিন রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ সামাদ প্রধান, উপজেলা জামায়াত সেক্রেটারি জনাব রজব আলী, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামটি বাস্তবায়নে সহযোগিতা করেছে এনজিও সংস্থা ইএসডিও এবং এডুকো বাংলাদেশ। এসময় তাদেরও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।