অভয়াশ্রম গড়ে তুলি ,দেশী মাছে দেশভরি"-
এই পতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ন্যায় শরীয়তপুর ডামুড্যা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) বিকেল ৪টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় । র্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিন করে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃআবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাসরীন বেগম সেতু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী -মোঃ মোস্তাফিজুর রহমান (রুবেল),মোঃ কেরামত আলী বেপারী,মোঃ আঃ রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন মোঃ কামরুজ্জামন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ,উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ জাহিদ হাসান ,মোঃনাহিদ ইসলাম উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা সমবায় অফিসার চন্দ্রা সিনহা,সামসুন্নাহার
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ,কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর ,রাজনীতিক ব্যক্তিবর্গ সহ উপজেলার মৎস্য চাষীগন উপস্থিত ছিলেন