শরীয়তপুর ডামুড্যায় ২০২২ও ২০২৩ শিক্ষাবর্ষের এস,এস,সি,ও এইচ, এস, সি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নাম্বার প্রাপ্ত ৩৩ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস ও সনদপত্র বিতরন করা হয়েছে ।

২৯শে জুলাই মঙ্গলবার ডামুড্যা উপজেলা মিলনায়তনে সকাল ১১ঘটিকার সময় পুরস্কার বিতরন অনুষ্ঠান টি শুরু হয়।

পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিষ্টিশনস স্কিম (এসইডিপি)প্রকল্পের অধিনে শি ক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরন করা হয় ।
ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব,গোলাম ফারুকের সভাপতিত্বে 
 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব,নাসরীন বেগম সেতু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর সুভাষ চন্দ্র হীরা অধ্যক্ষ, সরকারী পূর্ব মাদারীপুর কলেজ । আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, আলমগীর হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন ,সুমির কান্তি রায় শরীয়তপুর জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি ,ডামুড্যা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মেহেদী হাসান শিহাব, সহ অনেকেই বক্তব্য প্রধান করেন । 
অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন থেকে তিলয়াত করেন মোঃ হাসান মাহামুদ রিফাত  শিধুল কুড়া দাখিল মাদ্রসার প্রাক্তন ছাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত- প্রধান শিক্ষক,জনাব আঃ মজিদ খান , ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব,তসলিম উদ্দিন ,ডামুড্যা অ্যাকাডেমির সুপার ভাইজার জনাব,ফরহাদ হোসেন প্রমুখ।