মাদারীপুরের ডাসারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডাসার উপজেলা শাখার উদ্যোগে উদ্যোগ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়ার পারহাউজ নামক এলাকায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম,প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন মাওলানা মনিরুজ্জামান হামিদী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মাওলানা রুস্তম হোসেন,কাজিবাকাই ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বি.এম আব্দুর রব।
এ সময় আলোচনা রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ সানাউল্লাহ।মাহফিল সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ।