রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আজ, ০৮-০১-২০২৫ তারিখে বিভাগের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিল আয়োজন করেন। গত ০৭-০১-২০২৫ তারিখে পোষ্য কোটা পুনর্বহাল আন্দোলনের সময় এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জাকিরুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগ সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, "কোনো বিভাগকে ছোট করা বা অবমাননা করা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বৈষম্য সৃষ্টি করে।" তারা এই মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়ে ডেপুটি রেজিস্ট্রার জাকিরুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। শিক্ষার্থীরা আরও বলেন, "বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার স্থান, যেখানে সকল বিভাগ ও শিক্ষার্থীর প্রতি সমান শ্রদ্ধা থাকা উচিত।"