পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারি) ঢাকার ধামরাইয়ে অবস্থিত আলাদিনস পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শামীম মৃধা, এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলো, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদজ মোসলে উদ্দীন বাবুল মৃধা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ্,এ কে এম তৌহিদ,মোঃ ফোরকান মৃধা, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ মনিরুজ্জামান,শাহাদাৎ হোসেন বাবু,মোঃ এজাজুর রহমান, মোঃ রুবেল ওলি, মোঃ জাকির হোসেন, মোসাম্মাৎ আমেনা খানুম রুমা,মোঃ আলমগীর হোসেন গোলদার,মোঃ নজরুল ইসলাম,মোঃ মানিক মিয়া, প্রকৌশলী ফারুক হোসেন, সংগঠনের সভাপতি: আমিল তালুকদার, সাধারন সম্পাদক: মহিউদ্দিন আহমেদ, সাংগঠিক সম্পাদক মোঃ আব্দুলাহ্ এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলো।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান সূচিতে আরো ছিলো বিভিন্ন রকম খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।