ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি'র পাকা সড়কে কালভার্টের পাটাতন ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানাগেছে, তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা হতে উপজেলার মৌলভীবাজার পর্যন্ত এলজিইডি'র পাকা সড়কের মাসকান্দা খালের উপর নির্মিত ব্রীজটির পাটাতন ভেঙে পরে রড দেখা যাচ্ছে। স্হানীয়রা ভাঙ্গা পাটাতনের স্থানে ঢালপালা রেখে বিপদ সংকেত দেখাচ্ছে।
ফলে এ সড়কে ভারী যানবাহন চলাচল করতে পারছে না।অটো টেম্পো সিএনজি সহ -হালকা যানবাহন চলাচল করছে।স্হানীয়রা জানান, সেতুটি মেয়াদওীর্ণ হওয়ায় ১০ বছর আগে পাটাতন ভেঙে লোহার রড বের হয়ে যায়।
অটো চালক - হযরত আলী,খোকন, সিরাজুল ইসলাম, মেহেদী সহ আরও অনেকে জানান, অনেক অটোরিকশা এই গর্তে পরে আহত হয়েছে।
মধুপুর গ্রামের আবদুল হাই আকন্দ জানান, এই ব্রীজের পাটাতন ভাঙার ফলে ভারী যানবাহন ট্রাক,পিকআপ চলাচল বন্ধ রয়েছে।
স্হানীয় মৎস্য চাষীরা তাদের ফিসারির মাছ পরিবহন করতে পারছে না।
উপজেলা প্রকৌশলী মোঃ জুবায়ের হোসেন জানান,
এ ব্যাপারে উর্ধোতন কর্তৃপক্ষ বরাবর চাহিদা প্রেরণ করা হয়েছে।