সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালিদাস নিলি গ্রামের রাস্তাটি বর্তমানে চরম বেহাল দশায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, হেঁটে চলাচলেরও অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তাটি এখন কাদামাটি আর খানাখন্দে ভরা।


ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, রাস্তার পুরো অংশজুড়ে কাদা আর গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে কাদা এতটাই পিচ্ছিল হয়ে ওঠে যে, পথচারীদের জন্য এটি একটি বড় বিপদ ডেকে আনছে। গ্রামের এই রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তার এই জীর্ণ দশার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগীবাহী অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না, ফলে রোগীদের সময় মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতেও চরম ভোগান্তির শিকার হতে হয়, যার ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বারবার জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তাদের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে আর তা রক্ষা করেন না। এলাকাবাসীর জোর দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা হোক।
স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আবেদন, কালিদাস নিলি গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।