সাতক্ষীরার তালায় নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্ত করণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
ব্র্যাকের আয়োজনে বুধবার (২৬ফেব্রুয়ারী) সকালে উপজেলার শাহপুর ব্র্যাক হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা এসডিপির ব্যবস্থাপক তানজিলার সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ প্রকল্প সার্বিক ব্যবস্থাপনা কর্মশালায় আরো বক্তব্য রাখেন, ব্র্যাকের প্রগতি প্রকল্পের ম্যানেজার মোঃ আলিমুজ্জামান সহ বিভিন্ন ক্ষুদ্র ঋণ সংস্থার শাখা ব্যবস্থাপকগন। কর্মশালা উগ্যোক্তদের মধ্যে সফল উগ্যোক্তা টুম্পা বিশ্বাসের সফলতার উপর একটি প্রামান্যচিত্র তৈরী করা হয়েছে বলেও জানানো হয়। কর্মশালায় ব্র্যাকের প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাসহ ৪৫ জন উপস্থিত ছিলেন।