"জাগোবাহে তিস্তা বাচাই" এই স্লোগানকে সামনে রেখে আজ ২৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার, রাজারহাট উপজেলায় পালিত হলো তিস্তা নদী রক্ষা আন্দোলন এর প্রস্তুতি মূলক জনসভা।
আগামী ১৭এবং ১৮ ফেব্রুয়ারি তিস্তার চরে ৪৮ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচির মুল উদ্দেশ্য থাকবে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলন এর প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট-কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।