থেমে যাচ্ছে ঝিল খনন করার কাজ কন্ট্রাক ছিল ১৫ ফিট চওড়া এবং ৫ ফিট গভীর একটি ঝিল খনন কাজ করা হবে ফাঁসি তোলা হাইওয়ে এর পাশ দিয়ে চাঁদপাড়া বাজারের মধ্য হয়ে মহিমাগঞ্জ বাঙালি নদীর সাথে গিয়ে মিশবে কিন্তু গ্রামবাসীর বাধারিয়ার কারণে কাজটি বন্ধ করতে হচ্ছে, কোচাশহর ইউনিয়নের চেয়ারম্যান জনাব (মোঃ জহুরুল হক জাহিদ) তিনি জানিয়েছেন এলাকাবাসীর কৃষি কাজের উন্নয়নের জন্য আমরা এই ঝিল খনন এর কাজ নিয়েছিলাম কিন্তু তাদের কাছে এই কাজটি বিরক্তিকর হয়ে উঠবে এবং আপত্তি জনক হয়ে দাঁড়াবে তা আমার বোধগাম্য ছিল না বর্তমানে কাজটি স্থগিত রয়েছে আমরা এলাকাবাসীদের কে নিয়ে অল্প কিছুদিনের মধ্য বৈঠকের আয়োজন করেছি আল্লাহ চাহেন তো অবশ্যই কাজটি আমরা দ্রুত শুরু করবার চেষ্টা করব ইনশাল্লাহ যদিও জনাব (ইমদাদুল হক মন্ডল) ১নং ওয়ার্ড মন্ডল পাড়া এবং (জমসেট আলী মন্ডল)১নং ওয়ার্ড মুন্সিপাড়া তাদের জমিতে খনন কাজ করতে দেবে না দাবি উঠেছেন বিধায় আমাদের একটু সময় লাগবে তবে আমরা এখনো নিরাশ নই আমি আশাবাদী এই কাজটি নিখুঁতভাবে শেষ করতে পারবো যদিও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (উজিবুল্লাহ মন্ডল) এলাকাবাসীদের কে নিয়ে ভিন্ন ঘটানোর চেষ্টা করেছিল আমরা আলোচনা সাপেক্ষে সমস্যা মেটানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ