পটুয়াখালী জেলার,রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়ন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ।ঐ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হাওলাদারকান্দা গ্ৰামের মোঃ শামীম প্যাদার ছেলে মোঃ তাইফুর প্যাদা গত ১২/০১/২০২৫ তারিখে গ্ৰামের পাসের নিজকাটা বাজার থেকে নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ যুবকে গত রবিবার তার নিজ বাড়ি থেকে মটোর সাইকেল নিয়ে বের হতে দেখা যায় এর পর কোন খবর পাওয়া যায়নি । ঐ ওয়ার্ডের জনপ্রতিনিধির (মেম্বার) সঙ্গে কথা বলে জানা গেছে ঐ যুবকের মটর সাইকেলটি স্থানীয় একটি রাস্তার পাশে পাওয়া যায় এর পর তা ইউনিয়ন পরিষদে এনে রাখা হয়েছে, কিন্তু যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
যদি কোনো খোঁজ পাওয়া যায় তাহলে তা পরিবারকে জানানো হবে।
তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তিনি । এর পর রাত বারোটা পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি তাই সে তার ছেলে কে কল করে কিন্তু ঐ যুবকের ফোন বন্ধ পায়।
তারা চায় তার ছেলে যেন জিবিত মায়ের কোলে ফিরে আসে।