দুই ঘন্টা গানের জন্য রাহাত ফাতেহ আলী পান ৩.৫ কোটি অথচ গত বিপিএলের চ্যাম্পিয়ন 2 কোটি

বিপিএলের কনসার্ট রাহাত ফাতেহের সাড়ে তিন কোটি টাকা গানের পরিবেশন করাই বিতর্ক সৃষ্টি হয়েছে, অথচ গত বিপিএলে  বিজয় দল পান ২ কোটি টাকা,, যেখানে আমেরিকায় ফাতেহের গান করেন ৯০  লাখ টাকা, সেখানে কেন বাংলাদেশে এত টাকা দিয়ে আনা হয়েছে, নাকি অর্থ নিয়ে নয় ছয় হয়েছে  তা নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছেবিদেশের কনসার্টে রাহাত ফাতেহে কেমন টাকা পান তা খুঁজতে গিয়ে আমরা বের করতে পারি, রাহাত ফাতেহে আলী আমেরিকাকে কনসার্ট করতে গিয়ে ৭০ হাজার ডলার নেন, যা বাংলাদেশী টাকায় ৯০ লাখ টাকা এবং পাকিস্তানে কনসার্ট করতে গেলে নেন ৪০ লাখ টাকার মত, কিন্তু বাংলাদেশে রাহাত ফাতেহ আলীকে দেওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকা, সামাজিক মাধ্যমে  সমালোচনা ঝড় উঠেছে, বিজয়ের  মাসে কেন উর্দু গান এবং হিন্দি গান কেন বর্জন করতে পারলো না, , তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে পারিশ্রমিক নিয়ে যেখানে আসরের চ্যাম্পিয়নদের কে দেওয়া হয় ২ কোটি টাকা সেখানে রাহাত ফাতেহে এক রাতের দুই ঘন্টা গানের জন্য সাড়ে তিন কোটি টাকা নিয়ে গেল, গত আসরের পরচুন বরিশাল বিজয় হয়ে পান  ২ কোটি টাকা, পরাজিত দল পেয়েছিল ১ কোটি টাকা, সব মিলিয়ে গত আসরের প্রাইস মানে ছিল ৩ কোটি ২৮ লক্ষ টাকা, এবার বিসিবি তার থেকে বেশি খরচ করেছে এক রাহাত ফাতেহ  আলীর গানের জন্য,কনসার্ট নিয়ে আরো রয়েছে অভিযোগ ছিলো না সাউন্ড সিস্টেম ভালো,সব কিছু মিলে সমালোচনা ঝড় উঠেছে।