স্বৈরাচারী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ‘আপনি বলেন চট করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচারব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে গণহত্যাসহ নানা অপরাধের কর্মফল ভোগ করুন।’শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ৩ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। তাই এখন আর জনগণকে নেতাদের কাছে আসতে হবে না, নেতারাই জনগণের কাছে পৌঁছে যাবে। রাষ্ট্র পরিচালনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা সিরাজগঞ্জের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন করে দেশ চালিয়েছে। তাদের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত অভ্যুত্থানে নির্বিচারে তারা ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাই বাংলার মাটিতে শেখ হাসিনার হাতে গড়া আইনেই তার বিচার হবে।
রায়গঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল খান প্রমুখ।