মানিকগঞ্জ দৌলতপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩৫০০০/- টাকা জরিমানা, এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ১১০ কেজি ইলিশ মাছ জব্দ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ ২২ অক্টোবর, ২০২২ তারিখ রাত ১২ টা হতে সকাল ৯টা পর্যন্ত দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মাছ ধরায়  মোবাইল কোর্ট এর মাধ্যমে ৭ জনকে  ৩৫০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া, অভিযানে প্রায় ১০০০০০ (এক লক্ষ মিটার) কারেন্ট জাল এবং ১১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ ৪টি মাদ্রাসায় এতিমদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দৌলতপুর অর্ণব মালাকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, দৌলতপুর মোঃ ফরিদ হোসেন৷ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে দৌলতপুর থানা পুলিশের একটি দল।