ঘাটাইল উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে দেওপাড়া বিটের শোলাকি পাড়া এলাকা হতে অবৈধ ৩টি করাতকল উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার অদ্য ০৪-০৯-২০২৫ ইং তারিখ। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৩টি করাতকল মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:জাহিদুর রহমান
অভিযানে অংশ নেয়, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো.সাব্বির হোসাইন।
এবং করাত কল বিধিমালা -২০১২ এর বিধি ৩(১) এবং ৭এর( ১ক) লঙ্ঘন করিয়া পরিচালিত অবৈধ করাত কল উচ্ছেদ করা হয় এবং করাত কল বিধিমালা- ২০১২ এর বিধি ১২ - দন্ড অনুযায়ী সর্বোচ্চ ১০০০০/ টাকা করে প্রতিটি করাত কল মালিককে জরিমান করেন জনাব মো :জাহিদুর রহমান, সহকারী কমিশনার ভূমি, ঘাটাইল মহোদয়।
রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিলেন।অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রায় ১০০ টি অবৈধ করাত কলের ৩ উচ্ছেদ করা হয়। বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ধলাপাড়া রেঞ্জ, টাঙ্গাইল বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে উপজেলা প্রশাসনের সহযোগিতায়।
সার্বিক সহোযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ধলাপাড়া রেঞ্জের সকল স্টাফ বৃন্দ।