নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত (সাধারন ও বিএমটি) শিক্ষার্থীদের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় ঐতিহাসিক জগদ্দল বৌদ্ধবিহার ঘেষা জগদল আদিবাসী স্কুল ও কলেজের অডিটোরিয়াম কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শরিফুল ইসলামের সঞ্চালনায় ও
জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমের সভাপতিত্ব পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোসা. আমাতুল মেহেদী বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিএমটি শাখার বিভাগীয় প্রধান আনিসুর রহমান মিন্টু, জিবি সদস্য (শিক্ষক প্রতিনিধি) ও সিনিয়র প্রভাষক নূরে আলম রিপন, সিনিয়র প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেন, সহকারী শিক্ষক মো.শরিফুল ইসলাম, সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর মো. তহছেন আলী।
অনুষ্ঠানের সভাপতি জগদল আদিবাসি স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।