নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য হান্ড্রেড হিরোদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার শিশু কল্যাণ ও সামাজিক কাজে অবদান রাখার জন্য ৪০ জন হিরোদের এবং ৭২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে স্বীকৃতি প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট ভারপ্রাপ্ত অফিসার (ওসি) ইমাম জাফর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট এপি'র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, রোজালিন মিতু কোড়াইয়া প্রমুখ।