নওগাঁর ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মেনকেয়ার বিষয়ক সমাবেশ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার এটির উদ্বোধন করেন। উপজেলা শাখা ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন জানায়, "সমাবেশের মূল উদ্দেশ্য হলো সফল দম্পতিদের উৎসাহিত করা, শিক্ষণীয় অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়া এবং শিশু সুরক্ষা ও পারিবারিক কল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপের মধ্য দিয়ে চলতি বছরে ৩২০ জোড়া দম্পতির অংশগ্রহণে ১১টি সেশন সম্পন্ন করা হয়েছে।" এছাড়াও সমাজে জেন্ডার অসমতা কীভাবে নারী ও পুরুষদের সম্পর্ক ও পারিবারিক কল্যাণকে প্রভাবিত করে সে বিষয়ে পুরুষদের জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি জন্ম পরিকল্পনা, গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে পুরুষদের দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কর্ম পরিকল্পনা চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিন, রাজশাহী (এসিও) সিনিয়র ম্যানেজার লোটাস সিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার, রোজালিন মিতু কোড়াইয়া প্রমুখ।