নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতকোলা গ্রামে হিন্দু সম্প্রদায়ের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ার পাঁয়তারা,এতে বিপাকে পড়তে পাড়ে প্রায় ৫০ টি হিন্দু পরিবার। দীর্ঘদিনের পুরনো এই রাস্তা ঘিরে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা রাস্তাটির দ্রুত সুরাহার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাতকোলা গ্রামের হিন্দু পাড়াটি মূল সড়ক থেকে কিছুটা দূরে অবস্থিত। সেখানে পৌঁছাতে সরকারি কোনো রাস্তা না থাকায় প্রায় শত বছর ধরে পাড়ার লোকজন দুই জমির মাঝখানের একটি আইল ব্যবহার করে যাতায়াত করতেন। সময়ের ব্যবধানে এটি পায়ে চলা রাস্তা হিসেবে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি পাড়ার প্রবেশমুখে বসবাসকারী দুই মুসলিম পরিবার রাস্তা বন্ধ করে দিয়ে অন্য দিক দিয়ে বিকল্প রাস্তা তৈরির দাবি জানায়।
এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় চরম বিপাকে পড়েন। তারা অভিযোগ করেন, দুই মুসলিম পরিবার প্রায় বিশ বছর আগে ওই এলাকায় জমি কিনে বসবাস শুরু করে। সম্প্রতি তারা পুরনো রাস্তা ব্যবহার করতে বাধা দিচ্ছে, এমনকি হুমকি-ধামকিও দিচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের এক প্রবীণ ব্যক্তি বলেন, "আমাদের বাপ-দাদার আমল থেকেই এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এই রাস্তার জন্য পাটকোলা মৌজার ৪৯৫ নং দাগে ১.৫ শতাংশ জমি ছেড়ে দিয়া হয়েছে তা সত্ত্বেও এখন হঠাৎ করে রাস্তাটি বন্ধ করার পায়তারা চলছে।যেকোন সময় রাস্তা বন্ধ করে দিতে পারে। আমরা দারে দারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছি না।
এলাকাবাসী জানান, রাস্তাটি ঘিরে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে একাধিকবার দন্দ-সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত এর কোনো সমাধান না হলে বড় ধরনের অপ্রতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
প্রনয় কুমার বলেন, এটি এই গ্রামের মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে আশেপাশের আরো
কয়েকটি গ্রামের কৃষকরা মাঠ থেকে কৃষি ফসল নিয়ে যাতায়েত করে। এই রাস্তা বন্ধ করা হইলে এই গ্রামের মানুষ কৃষি ফসল ঘরে তুলতে পারবে না।
রিপন কুমারসহ একাধিক গ্রামবাসী বলেন, আমাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে ও অন্যায় ভাবে রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে, আমাদের চলাচলের রাস্তায় বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে গোবর, কাদা পানি, এমনকি গরুর হাড্ডি রাস্তায় এনে ফেলানো হচ্ছে যেন আমরা তাদের অত্যাচারে গ্রাম ছাড়তে বাধ্য হই, আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন পরিকল্পনা চালাচ্ছে তারা
অন্যদিকে মুসলিম পরিবারের মো: নাহিদ হোসেন বলেন , “যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো রেকর্ডীয় রাস্তা নেই, আমরা অন্য দিক দিয়ে রাস্তা করে দেবার প্রস্তাব দিয়েছি, আর আমাদের বাড়ির সামনে দিয়ে চলাচলের কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এজন্য গত ১১ই আগস্ট ২০২৫ আমরা একটি লিখিত অভিযোগও দিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তায় ইউএনও স্যারের কাছে
এ বিষয়ে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম রেজাউল করিম (পল্টন) জানান, পাটকোলা হিন্দু পাড়া গ্রামের রাস্তাটি নিয়ে হিন্দু ও দুই ঘর মুসলিমদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, ভারী বৃষ্টির কারণে এক হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি । ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুই গাড়ি বালু দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইসরাত জাহান সনি বলেন,আমি বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।