মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।
ঘটনার খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, একটি ছাগল, চাল-ডাল, পোশাকসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। সব মিলিয়ে ডাকাতরা প্রায় ৮ লাখ টাকার সম্পদ নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’