রোববার দুপুরে উপজেলার মহিলা রোড এলাকায় অবস্থিত তোফাজ উদ্দিন ফ্যামিলি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
অভিযানের সময় স্টেশন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফিলিং স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে বিস্ফোরক আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি বিস্ফোরক অধিদপ্তরকে জানানো হয়েছে এবং তারা মনিটরিং করবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি পুনরায় একই ধরনের অপরাধ ধরা পড়ে, তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”