বগুড়া জেলার শেরপুর উপজেলায় পুলিশ  মারপিট ও চাঁদাবাজি মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গেছে শেরপুর থানার মামলা নম্বর ১৭ তারিখ ১২/৯/২৫ ইং খ্রিঃ ধারা ১৪৩ /৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬/১১৪ পেনাল কোড / ১৮৬০ দায়ের করা মামলায় তদন্তে জানা যায় যে,শেরুয়া দহপাড়া মসজিদের ইমাম নূর মোহাম্মদকে মারপিট করে তার উপর চাঁদা দাবি করে। ঘটনার প্রেক্ষিতে মামলার প্রধান আসামী ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও শাহবন্দেগী ইউনিয়ন  বিএনপির বহিষ্কৃত  যুগ্ন  সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (৪২) পিতা মৃত ইসাহাক আলী। সাং শেরুয়া দহপাড়া থানা শেরপুর জেলা বগুড়া-কে গ্রেফতারের জন্য শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আদ্য ১৫/০৯/২৫ সন্ধ্যা  ০৭ঃ ১৫ ঘটিকায় শেরপুর থানা পুলিশ আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে । এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে বলে পুলিশ জানিয়েছে।