ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার(১৫এপ্রিল) সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪দলের মুখাপাত্র আমির হোসেন আমু(এমপি)।

ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার(১৫এপ্রিল) সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪দলের মুখাপাত্র আমির হোসেন আমু(এমপি)। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ।

কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০০ কৃষকদের মাঝে জনপ্রতি  ৫কেজি ধানের বীজ ও ২০কেজি সার বিতরন করা হয়েছে।