টেকনাফ নাফ নদী থেকে আর ও ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি।
তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী রয়েছেন। বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। মঙ্গলবার (২৬আগস্ট) দুপুরে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন , শাহপরীর দ্বীপ জেটি ঘাটের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি । তিনি বলেন, জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌ ঘাটে ফেরার পথে আরকান আর্মিরা অস্ত্রের মুখে ট্রলার সহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী ও ছয়জন রোহিঙ্গা। এর আগে আমার মালিকানাধীন ট্রলার সহ ১২ জেলেকে ধরে নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেয়নি জানান তিনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুপুরে জেনেছি আরকান আর্মির হাতে আবারও ১১ জেলে আটক হয়েছে। তবে জেলেদেরকে সর্তক থাকতে হবে। যে কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।