নাসিরনগর রাস্তার টেন্ডার হওয়া স্বত্বেও কাজ ধরার নাম নেই

টেন্ডার হয়েও কাজ ধরার কোনো লক্ষণ নেই, রাস্তাটি না হওয়ার জন্য বিপাকে পড়েছে আশেপাশে গ্রামের সকল টেন্ডার হয়েও কাজ ধরার কোনো লক্ষণ নেই, রাস্তাটি না হওয়ার জন্য বিপাকে পড়েছে আশেপাশে গ্রামের সকল সাধারণ জনগণ৷ রাস্তা না থাকায় পিছিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা! এই রাস্তাটি হয়ে গেলে একটি অঞ্চলের মানুষ খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।উক্ত রাস্তার কাজটি সম্পন্ন হয়ে গেলে যোগাযোগের ব্যবস্থা তৈরি হবে গুনিয়াউক,বেঙ্গাউতা,কালীউতা হয়ে চাপরতলা সহ আরও বিভিন্ন গ্রামের মানুষ।এই রাস্তাটির দুর্গম পরিস্থিতির কারণে সাধারণ মানুষের যেমন চলতে সমস্যা হয়,তেমনি বৃদ্ধ মা-বাবারা ও গর্ভবর্তী মায়েদের জন্য এ যেন এক মহা সমুদ্রপাড়ি।নাসিরনগর উপজেলার অন্যতম দূর্গত এলাকা এটি।যদিও টেন্ডার হয়েছে বছরের শুরুর দিকে,কিন্তু তার কাজ এখনও ধরার আশংকা দেখা যায়নি।'দেশসেবার' সাক্ষাৎকারে বেঙ্গাউতার সন্তান জনাব সুলতান চৌধুরী জানান,"একজন মানুষ অসুস্থ হলেও কোনো গাড়ি পাওয়া যায়না,পাবেই বা কি করে রাস্তায়ই তো নেই।তিনি আরও বলেন,বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সুবিধা না থাকায় গ্রামের তরুণ শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ঝরে পরছে খুব অল্প সময়ের মধ্যেই,তাতে গ্রামবাসী ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিশেষে,বেঙ্গাউতা ও কালীউতা ২গ্রামের মানুষদের প্রাণের দাবি টেন্ডারকৃত রাস্তার কাজটি যেন অতিশীঘ্রই শুরু করা হয়।