বন্ধ আলহাজ্ব পাটকেল লিঃ চালুর দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকাল ১০ টায় সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়। উপজেলা শ্রমিক দল ও আলহাজ্ব পাটকল লিমিটেডের শ্রমিকরা এ মানববন্ধন সমাবেশ করেন।উপজেলা শ্রমিক দল, আলহাজ্ব পাটকল লিমিটেডের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌরসভার রেলস্টেশন এলাকায় ১৯৬৭ সালে আলহাজ্ব পাটকল লিঃ স্থাপিত হয়। এ পাটকলে প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। পাটকল কর্তৃপক্ষ ২০১৮ সালের ২১ জুলাই শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে পাটকলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়২০১৩ সালের মজুরি কমিশন অনুযায়ী, আলহাজ্ব পাটকল কর্তৃপক্ষের কাছে শ্রমিকরা প্রায় দেড় কোটি টাকা পান। এছাড়া পাটকলের কাছে পাট ব্যবসায়ীদের প্রায় ১৩ কোটি টাকা বকেয়া রয়েছে।পাঁচ বছর ধরে আলহাজ পাটকল বন্ধ থাকায় প্রায় চার হাজার জমির কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেনপাটকল খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন করলেও কাজ হয়নি আলহাজ্ব পাটকল লিমিটেড চালুর দাবিতে আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে সড়কে শ্রমিকরা ২ ঘন্টা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার, এ আর এ পাটকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলাম,সাতপোয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল , শ্রমিক মকবুল হোসেন, আকরাম হোসেন প্রমুখ।